আমাদের কথা খুঁজে নিন

   

মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা মেঘনার নির্মলী- আপডেট

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' বিষয়ে আপডেট- ১. প্রচ্ছদঃ ২. লেখা সংগ্রহঃ ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা এই উদ্যোগটি নিতে চেয়েছিলাম। স্মরণিকা বের করার জন্য ব্লগারদের কাছ থেকে লেখা আহ্বানও করেছিলাম। বেশ কিছু লেখা পেয়েছি।

সজল শর্মা হাফিজুর রহমান চৌধুরী জেড এইচ সৈকত আশম এরশাদ মাসুম নিরব পথিক আইরিন সুলতানা অপ-দেবতা এছাড়াও মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনকে কেন্দ্র করে এই ব্লগেই অনেক মহৎপ্রাণ বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেশ, পরামর্শ, মতামত দিয়েছেন। যেমন সাদি ভাই বিজয় উৎসবে শিশুদের উদ্দেশে একটি চমৎকার বাণী পাঠিয়েছিলেন। আমরা সেই অসাধারণ লেখাটিকেও নির্বাচিত করেছি। ব্লগার আইরিন অসাধারণ একটি ছড়া 'বীর গাঁথা' লিখে পাঠিয়েছিলেন শিশুদের উদ্দেশ্যে। সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে রচিত সেই অসাধারণ ছড়াটি মেঘনাপাড়ের ১৪০ জন শিশুর মুখস্ত।

বিজয় দিবসে পাঠানো এই ছড়াটিও থাকছে সংকলনটিতে। ৩. বাজেট এবং বর্তমান অবস্থাঃ ৪ ফর্মা ম্যাগাজিন সাইজ এবং অর্ধেক কালার, অর্ধেক সাদা-কালো ২০০ কপি ছাপাতে বাজেট ধরা হয়েছে ২৭/২৮ হাজার টাকা। দুই-তিনটি প্রকাশনী থেকে বাজেট নিয়ে আনমানিক বাজেট ধরেছি এই। প্রথম যখন মেঘনাপাড় স্কুলের এই স্মরণিকাটি প্রকাশের ঘোষণা দিয়েছিলাম- একটি নিশ্চিত আর্থিক প্রতিশ্রুতির প্রেক্ষাপটেই ঘোষণাটি দিয়েছিলাম। আমাদের সভাপতি ম্যাডাম বিজ্ঞাপন যোগাড় করে দেবেন- এই ভরসায়।

ম্যাডাম সফল হয়েছেনও। কিন্তু স্মরণিকা বাবদ আমাদের হাতে নগদ অর্থ আছে ১২,৫০০/- টাকা। আরও ২৫ হাজার টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে, কিন্তু সেটি স্মরণিকা প্রকাশ হওয়ার পর। আশা করি খুব শীঘ্রই আর্থিক এই সমস্যার সমাধান হয়ে যাবে। ৪. সময়সীমাঃ মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' বের করার জন্য এই মুহূর্তে কোন সুনির্দিষ্ট তারিখ আমরা ঘোষণা করছি না।

একটি স্মরণিকা প্রকাশ অনেক জটিল। এই জটিল কাজগুলো একেবারে সময় ধরে ধরে করা সম্ভব হচ্ছে না কিছু অনিয়ন্ত্রণযোগ্য পরিস্থিতির কারণে। তবে আমরা এপ্রিল মাসের শেষদিকে সময় নির্ধারণ করেছি। আশা করি আপনারা এই পরিস্থিতিটুকু অনুধাবন করবেন এবং ভুল বুঝবেন না। আমরা একটি সমৃদ্ধ স্মরণিকা বের করতে চাই আপনাদের সবার অংশগ্রহণ নিয়ে।

৫. লেখা পাঠানোঃ ব্লগে যখন স্মরণিকা বের করার ঘোষণা দেই অনেক সম্মানিত বন্ধু লেখা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আরও লেখা প্রত্যাশা করছি। এই অ্যাড্রেসে লেখা পাঠানোর অনুরোধ রইল। আমরা ব্লগ থেকে আরও কিছু লেখা নির্বাচন করবো। এটি হবে আমাদের নিজস্ব সম্পাদনা প্যানেল দ্বারা।

এ ব্যাপারে কাজ চলছে। মেঘনার নির্মলী প্রকাশে অনাকাঙ্ক্ষিত এই দেরিকে আশা করি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের পরামর্শ এবং সহায়তা নিয়ে আমরা একটি সুন্দর স্মরণিকা উপহার দিতে চাই। ধন্যবাদ সবাইকে। (বিদ্যুৎ চলে গিয়েছে।

ল্যাপটপে কিছুক্ষণ ব্যাকআপ আছে তাই পোস্টটা দ্রুত দিতে হচ্ছে। অনলাইনে আসলে সবার মন্তব্যের জবাব দেবো। )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.