আমাদের কথা খুঁজে নিন

   

'মেঘনার নির্মলী' নামকরণ চুড়ান্ত এবং আপনাদের লেখা পাওয়ার অপেক্ষায়...

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

সুপ্রিয় বন্ধুরা, মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' চুড়ান্ত করা হয়েছে। ব্লগ থেকে অনেকগুলো নাম প্রস্তাব আকারে এসেছিল। যেমন- মেঘনাপাড়, ধীবর, লন্ঠন, নোঙর, স্বপ্নডানা, মেঘনার কলি, মেঘনার দ্যুতি, মেঘনার নির্মুলী, মেঘনার জ্যোতি ইত্যাদি।

সবগুলো নামই সুন্দর এবং অর্থবহ। তবে মেঘনার নির্মুলী নামটি সবগুলোকে ছাড়িয়ে গেছে অন্য উচ্চতায়। নির্মুলী শব্দের অর্থ স্বচ্ছ পানি। এটি খুবই অর্থবহ। মেঘনার টলটলে স্বচ্ছ পানিতে বেড়ে উঠছে একদল শিশু।

জন্মেই নদীকে দেখছে নিজ মাতৃভূমি রূপে। হাঁটি হাঁটি পা পা করার পরবর্তে এই নদীতেই সে হাত-পা দিয়ে বৈঠা ধরা শিখেছে। এই নৌকাকেই তার ঘর-বাড়ি মনে করে বেড়ে উঠছে। এরকম কয়েক শ' শিশু আছে মেঘনাপাড়ের এই জায়গাটিকে ঘিরে। এরকম হাজারো শিশু আছে সারা বাংলাদেশ জুড়ে।

সারা বাংলাদেশের সমস্যার সমাধান এখুনি করা সম্ভব নয়। মেঘনাপাড়ের ১৪০ জন শিশুর শিক্ষা সমস্যার সমাধান এখুনি করা সম্ভব। সারা বাংলাদেশ থেকে মাত্র ১৪০ জন অভিভাবক মেঘনাপাড়ের ১৪০ জন শিশুর ১ বৎসরের শিক্ষার দায়িত্ব নিয়েই আমরা শুরু করতে পারি। মেঘনার নির্মল পানিতে বেড়ে ওঠা শিশুগুলোর মন পানির মতোই স্বচ্ছ। তাদের প্রাণে শিক্ষার 'লন্ঠন' জ্বালিয়ে 'মেঘনার জ্যোতি' হিসেবে তাদের গড়ে তুলতে হবে।

মেঘনার কূলে কূলে তারা 'দ্যুতি' ছড়াবে। 'মেঘনার কলি' থেকে তারা একদিন প্রস্ফূটিত হবে ফুল হয়ে। 'মেঘনাপাড়'- এ 'নোঙ্গর' বাধা 'ধীবর' জনগোষ্ঠী কোন বিচ্ছিন্ন জনগোষ্ঠী নয়। তারা আমাদের মূল স্রোত। তারাই অর্থনীতির মূল স্রোত।

সমস্যার সমাধান করতে হলে আমাদের মূলের দিকে নজর দিতে হবে। আমাদের অর্থনীতির মূল হচ্ছে কৃষি। এই কৃষিজীবীদের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন আজ 'স্বপ্নডানা' মেলেছে উড়ে যাওয়ার মানসে। মেঘনার নির্মুলী- এই অর্থবহ নামটি প্রস্তাব করেছেন, ধীবর বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আজিজুন নাহার।

ম্যাডামকে আন্তরিক ধন্যবাদ। সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ, ওপেস্ট ব্লগ, আমার ব্লগ, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক ব্লগ এবং ফেসবুকে 'মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন' সাইটে প্রায় চারশত (৪০০) বন্ধু। সবার নাম লিখতে আরেকটি স্মরণিকা বের করতে হবে বিধায় এখানে নাম উল্লেখ করলাম না। মেঘনাপাড় স্কুলের জন্মলগ্ন থেকেই আপনারা আমাকে নানাভাবে উৎসাহ এবং সমর্থন যুগিয়ে গেছেন। আপনাদের প্রত্যেককে সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা।

আপনারা যারা মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের প্রথম স্মরণিকা 'মেঘনার নির্মলী' তে লেখা পাঠিয়েছেন- সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অনেক লেখা পেয়েছি। প্রতিটি ব্লগার বন্ধুর লেখা-ই মানসম্মত লেখা কিন্তু স্থানাভাবে জায়গা দেয়া সম্ভব হয়নি। ইনশাল্লাহ মেঘনাপাড়ের পরবর্তী সংকলনে আমরা তা স্থান দেবো। ধন্যবাদান্তে আজমান আন্দালিব


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.