আমার লেখা পড়ে.................. প্রতিদিনই স্বপ্নরা বাড়ী ফিরিয়ে আনে প্রাচীন বাস, ভাঙ্গা টেম্পু বা পায়ে হেটে কেন এই ফিরে আসা, কেন এই ক্লান্ত হওয়া? উত্তর জানায়নি মহাকাল বা পূর্ব পুরুষ , তবুও গৈরিক উৎসবে প্রতিদিন গৃহে ফেরা । মায়াবতী স্ত্রী বা মায়াহীন, খেলনা সন্ততি রংচটা পালংক, যত্নে কেনা আলমারী-মমতা, বাতাসের ধাক্কায় ক্লান্ত পর্দা- ঘরের আব্রু মধ্যরাতে রাতের নিঃশ্বাস ফিরে আসে, যায়, প্রাচীন কবিতা জানায়নি কোন দর্শন-কারণ। নিয়মেরও নিয়ম ভেঙ্গে স্বপ্নরা উলটে পড়ে প্রায়ই হিসাবের খাতা হয় লন্ডভন্ড, জয় দীর্ঘশ্বাস পিতার কাছ থেকে শিখেনি পুত্র, যেমন পিতাও শিখেনি পিতামহর কাছ থেকে, তবে কি কালের নিয়মেই মহাকালকে টেনে নেওয়া- মিথ্যে স্বপ্নে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।