নারী ও শিশু আমার ভাল লাগার বিষয়। এদের নিয়ে কাজ করতে ভাললাগে। কিন্তু এখন আমার কর্মক্ষেত্র সকল জনগোষ্ঠীকে কেন্দ্র করে। মদ (কোনো বদঅভ্যাস নাই) খায় না
কিন্তু নামাজ পড়ে না।
সব সময় রাতে বাড়ি ফিরে
মেয়েরা (বউরা) তো চুপ চুপ করে ফোন করে আর সময় পেলে দেখা করে।
বাচ্চাদের খুব আদর করে
কিন্তু স্কুলের পরীক্ষায় কি প্রশ্ন এসেছে জীবনে কোনোদিন দেখিনি জিজ্ঞেস করে!
খাওয়া নিয়ে একদম জ্বালায় না
কিন্তু এক কাপ দুধ-চা বানাতে পারে না।
বিছানা খুব সুন্দর করে গোছতে পারে
কিন্তু ঘুম থেকে উঠে মশারি উঠায় না।
আগে একদম মিথ্যা কথা বলত না
এখন প্রয়োজন দেখলেই কথাই বলে না।
কোনদিন কারো ক্ষতি হোক চায় না
কিন্ত ক্ষতির কারন হয়ে যায়।
কোনোখানে যেতে চায় না কিন্তু গেলে ……।
গল্প করতে আটকায় না।
শ্বশুরবাড়ীর যত শালী/শালা আছে সবার চোখের মনি
সাদাদিল বলে প্রতিবেশী লোকজন আমি ঘড়ে বসে শুনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।