আমাদের কথা খুঁজে নিন

   

সংসার পাঠ

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

সংসার পাঠ -আবু মকসুদ জানালায় থুতনি ঠেকিয়ে ভাবছিলাম বাঘীনির কথা ক্ষাণিক আগে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়েছি, হৃদপিন্ডে নখের আঁচড় টাটকা গোলাপ হাতে প্রাণের পাঠ শিলাখন্ড উলটে দেয়া রক্তের জোয়াড় বাঁশি হাতে পাহাড় মাড়ানো পণ বাঘীনি চিনিয়েছে বহুদূরের মাঠ খেতে চেয়েছিলাম আগুন ভাজা ভাবিনি গনগনে আঁচ পোড়াবে শরীর উপোসী দাঁত কিংবা রহস্য উন্মোচন নয়, তবু গলিঘুঁজি মাঝে হারায় নাগরিক মন দুয়ার বন্ধ নয় চাইলেই যাওয়া যায় দূরে ভূল মাঠে হাঁটাচলা, অযথাই জলরঙ পোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।