আমাদের কথা খুঁজে নিন

   

সংসার নীল জলে

শব্দশিখা জ্বলে...

আবদুর রব নীল পুরুষের লোভে নীল রমণীরা সংসার পতাকা হাতে গোত্রত্যাগ করে; আত্মীয় অরণ্য থেকে নেমে আসে কঠিন শিলায়। ইন্ডিগো স্বভাব সেই সব নারী বেণী ডগায় বেঁধেছে নীল ফিতা; ওদের বিবাহ চিহ্ন পাথরের নাকফুল, যেন দুঃসাহসী নাবিকের সাগর কম্পাস। ভাবলো তারা সাঁতার পোশাক পরে নেমে যাবে সংসার নীল জলে- নীল অবগাহনের এই তো সময়! সময় নিজেও এক নীলকন্ঠ, জানে পুরুষ কখনো নীল হয় না; আর অনন্ত এ কালোস্রোতে ঝাঁপ দিতে গিয়ে দেখবে তারা নির্জন ঝিলের জলে ভাসছে জলমোরগের ডানা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।