আমি কেমনে তারে দেখি, তারই কাছে যাইতাম উইড়া- হইতাম যদি পাখি। । তার লাগিয়া পরান কাঁন্দে- জলে ভেজে আখি, কাছে পাইলে রাখতাম বুকে- করতাম মাখামাখি। । তার কারনে সব হারাইলাম- আর নাই কিছু বাকি, শায়খ বেধা পাখির মত- একা পড়ে থাকি।
। কেন এত পাষান সেযে- দেয় যে শুধুই আমি আমাকে হারিয়েছি
কেন চিনতে পারছি না আজ ?
মনে পড়ে ফেলে আসা দিন গুলোর কথা
কত সুখে, কত আনন্দে বেড়ে ওঠা।
দুঃখ ব্যথা শত কান্না
মায়ের কোলে মাথা রাখা,
বুলিয়ে দেয়া কোমল হাত
জগতের মাঝে বেহেশত খান।
ছোট থেকে বড় হওয়া
এলোমেলো পথ চলা,
আবেগের ভালবাসা
জীবনকে নষ্ট করা।
নতুন পথে পা ফেলা
তাদের আশা পূর্ণ করা,
জীবনের গতি রেখা
অল্পতেই বদলে যাওয়া।
চাহিদা ভুরি ভুরি
পূরণ করে থাকো সুখী,
তখনকার বেহেশতখান
ভেঙে আজ খান খান।
একটু শাসনে ভাঙে ঘর
কাচেঁ তৈরী সংসার,
যতই জোড়া দিবে তুমি
পাবে শুধু তিরস্কার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।