স্মৃতিগুলো একপাল কুকুরের মত খিঁচিয়ে ধাড়ালো দাঁত মনের পেছনে করে তাড়া রাজনীতি বিশ্লেষণ আমি খুবই আগ্রহ নিয়ে পড়ি। সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থাকলেও নিজেকে রাজনীতি সচেতন ভাবতে ভালই লাগে। কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে “দখল” শব্দটি অতি পরিচিত। যে দলই সরকারে যাবে সেই মেতে উঠবে দখলে (যে যায় লঙ্কায় সেই হয় রাবন!)। তিন বছরের বিশ্ববিদ্যালয় জীবনে হল দখলও কম দেখলাম না! হল দখল, টিভি রুমের প্রথম দিকের আসন দখল, গেষ্ট রুম দখল, হলের ভাল সিট দখল! একটা বিশ্ববিদ্যালয়ের একটা হলেই এত কিছু দখল সম্ভব! একটা দেশে তাহলে কি কি দখল সম্ভব!!!!! মনে হয় লিখে শেষ করা যাবে না।
ভাল একটা দখল দেখলাম ১২মার্চ ২০১২ এ। ঢাকা দখলের এ প্রতিযোগীতায় জয়ী সরকারী ও বিরোধী দল। আর পরাজিত হল সাধারণ মানুষ! রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীরা এ দখল প্রতিযোগীতায় বেশ নৈপূন্য দেখাল। বিশ্ববিদ্যালয়ে “দখল” ডিপার্টমেন্ট খোলার অনুরোধ করছি আমি।
দখল দখল খেলায় রাজনীতিও অনেক সময় দখল হয়ে যায় (১/১১ বেশী দিন আগের কথা নয়।
)। কিছু রাজনীতিবিদ অভিযোগ করেন যে রাজনীতি নাকি আমলাদের দখলে চলে যাচ্ছে। আমার সন্দেহ হচ্ছে রাজনীতিবিদদের এই দখল দখল খেলায় এবারো রাজনীতি বেদখল হয়ে যায় কিনা।
তারপরও কিছু প্রশ্ন থেকে যায়। রাজনীতি কারা করছে? কেনই বা করছে? কার জন্য করছে? রাজনীতি থেকে কি সাধারণ মানুষকে বাদ দেয়া হচ্ছে? ক্ষমতাশালী গোষ্ঠি কি সাধারণ মানুষকে একেবারেই তুচ্ছ জ্ঞান করছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।