আমি বনশ্রী আবাসিক এলাকায় থাকি। আমারা বাসার কাছে প্রতি সপ্তাহের বুধবার একটি হাট বসে। আসে পাশের গ্রাম গুলো থেকে লোকজন তাদের পন্য নিয়ে আসে হাটে। এ যেন হাট নয় মেলা...................
কি নেই হাটে সব পাবেন......সব। ধনী, দরিদ্র সকলেই এখানে আসেন।
কেনা বেচাঁ করেন। আমার সাপ্তাহিক বাজার এখান থেকেই করি। কিছুটা সস্তা আর ভাল মানের পন্য পাওয়া যায়।
মেরাদিয়া কাঁচা বাজারের চারপাশে বসে এই হাট। চারপাশে আবাসিক প্লটের জন্য জায়গা এমনিতে কম।
আমি যতটুকু জানি কাঁচা বাজারের পাশে বেশ বড় জায়গাটি হল সরকারী খাস জমি। এখানে একপাশে বসো হাট আর অন্য পাশে নতুন পুলিশ ষ্টেশনের জন্য কাজ চলছে।
হঠাৎ একদিন দেখি হাট রাস্তায়, হাটের জায়গায় সাইন বোর্ড "প্রস্তাবিত আট তলা বনশ্রী জামে মসজিদ"! পুলিম ষ্টেশনের অন্য পাশেরর খালি জায়গায় বাউন্ডারী দিয়ে প্রস্তাবিত হাসপাতাল।
ব্যস্ জায়গা দখল...............................। কে যাবে মসজিদ/ হাসপাতাল উচ্ছেদে? জনগনের জন্যই তো এসব।
তাদের ভালর জন্য করা হচ্ছে। সরকারী খাস জমি দখলের সবচেয়ে সুন্দর ও টেকসই উপায়।
হাট টি কি তাহলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে? আমার মনে তো হয় তাই। এদিকে প্রশাসন একটু নজর দিবেন কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।