আমাদের কথা খুঁজে নিন

   

শরীরের আর লজ্জা

তোমাকে ইদানীং বর বেশী খোলামেলা লাগছে কাপড়ের কমতি, না তা নয় কাপড় নেই বললেই সত্যটা বলা হবে। মনে হচ্ছে তোমার লজ্জাকাপড় ক্রমে সিল্কের মত তোমার থেকে হেঁচড়ে সরে যাচ্ছে। প্রবল ইচ্ছা নিয়ে জেগে ওঠা অবচেতন চেতনায় তোমার কপালে একটি চুমু, তারপর একটি লাল টিপ নিজ হাতে পরিয়ে দেই। অথচ আমি আঁতকে উঠছি যত দেখছি। অক্টোপাসের লেজের মত হাত দুটো তোমার তেমনি ভয়ানক রূপ এখন।

তেমনি চুলের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে মাথার মগজে একশ কোটি কিলবিলে রক্তচোষা পোকা। আমি ভীত হলাম। তোমার ওই উর্বশী ঝুলন্ত বুকে একঝাক লোভ লেপ্টে আছে লোভের শরীরে সেঁটে আছে অসংখ্য ভেজা জিভ। জুরিয়ে যাওয়া তোমার ঠোটে হাসিতে অথচ দাঁতগুলোতে মধু মিশ্রিত বিষ। এখনই তা আমার শরীরে বিধবে উপলব্ধি হয়।

তোমার এই চেয়ে থাকা পায়ের পথে অসংখ্য জীবন লুটিয়ে পরবে, জীবন পরবে তবুও তোমার সব কত বেশী মোহময়। তোমার হাটুর দিকের কোমলতা, তার উপরের কোমলতায়, আরও একটু উপরে, একটু উপরে, একটু গভীরে, পেটের কাছে কোটি কোটি মানুষের দীর্ঘশ্বাসের কান্না এবং তার দীর্ঘশ্বাস। ওহ...... দারুণ তোমার সব দেখে স্বপ্নে বিভোর হওয়া ক্ষণে শিহরিত শরীরের পরিবর্তনে প্রচণ্ড ব্যাথা ছিটকে শরীরে বিধে। আরও অঙ্গ শুনলে জাতি বমি হবে। শুধু সত্য সহজ ভাষায় একটি বাক্য, হে রাজনীতি তুমি বরই নির্লজ্জ খোলামেলা অঙ্গ ঢেকে রাখো, লজ্জা জমাট বাধুক তোমার প্রতিটি অংশে।

Facebook Page: http://www.facebook.com/shihabspenpoems ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।