আমাদের কথা খুঁজে নিন

   

শরীরের স্বাধীনতা



বুকের ভেতর আদিমতম ঘন জল দু'হাতে খুঁজে অমর কোমলতা এলোমেলো পথে তৃষ্ণার কোলাহল মুহু র্ত চায় শরীরের স্বাধীনতা। স্পর্শ পেলে শিরায় ফোয়ারা স্রোত কথা বলে ওঠে সমস্ত দূয়ার খুলে নিমেষে উদাস গম্ভীর চাপা ক্রোধ অন্ধকার আর আলোর উৎস মূলে। নূয়ে পড়া চোখে তীব্র হলে ভাষা হাঁসের ডানায় ভর করা অমোঘ টানে বেজে বেজে ওঠে কোমল সর্বনাশা শরীর জানে, শরীরের ভাষা গানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।