ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল সকাল হলেই মোড়ের দোকান- দুকাপ চা চোখ থাকে তোর পথে- বাকি সব আবছা তুই জানিস এসব? জানিস- তবু এমন ভাব দেখাস!- আমি মুঠোয় পোরা শিক কাবাব মন দোলাচ্ছে। ঠোঁট পোড়াচ্ছে গরম চা বিল মেটাতে ভুলে যাচ্ছি- হর হামশা বন্ধু স্বজন নাম দিয়েছে- আদেখলে বুক পোড়ে তাও চোখের দেখা না দেখলে তুই জানিস তবু ভাবিস মুঠোর শিক কাবাব কার কাছে কই? কার কাছে পাই দীক্ষালাভ সকাল দুপুর মোড়ের দোকান- ফালতু চা কখন ভুলে পেরিয়ে যাস- আলতো পা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।