বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।
এখন আয় হারাদিন ঘরে বয় থাকি। কোনখানে ডরে যায়না। খাইল্লা আতংক আর আতংক। আতংকে আই শেষ হয় যাইগো।
আতংকে আর বাথরুমও কিলিয়ার হয়তাচেনা।
মোড়ের দোকানে আগে সন্ধ্যায় হোলাহাইনের লাগে আড্ডা দিতাম। চা-সিগারেট ফুঁকতাম। এখন তাও দিতে সাহস কুলায় না। কয়দিন আগে মোড় থেকে হুদা হুদি ফুলিশ কানা ফরিদ আর বাইটটা সোহেল নামে আংগো দুই বন্ধুরে লয় যাই এমন মাইর দিছে হরের দিন হেগুনেরে আমরা চিনতেও কষ্ট অয় গেচিল।
কত শখ করি এতগুন টিয়া দি হুন্দা কিনলাম ঘুরম মনে কইরা। ঘুরচিও কয়দিন। কিন্তু এই মাস খানেক আগে জামাইল্লা হোন্ডা লয় এক্সিডেন্ট করে আরেকগুরারে লয় হাত-পায়ের নাট বলটু খুলি আলাইচে দেখি ঘরেরতে আম্মাজান হোন্ডা চালানির উপ্রে বিইনিসেধ জারি করছে।
মনটা কিছুদিন যাবত উদাস উদাস আনচান আনচান ভাব। ভাবলাইম যায় ঘরের কাছে ককসোবাজারে যায় মনখান একখানা ফেরেস করি আয়।
অমা পেপারে তিভিতে জখন হুনি হানিতে গোসল কইরতে যায় কলোজ আপ আবিদ কলোজ ডরে আর কইল্লা হানি অয়ে গেচিল। ককসোবাজারে যাওয়াও বাদ গেলু।
যাউজ্ঞা, এইবার বাবলাম যাই মারকেতে গিয়া কিচু কিনি আর খানাপিনা করি। গেলাম মারকেতে। অমা, যায় দেকি ফায়ার সারভিস আই খারায় রইচে।
মারকেতের লিফত নাকি চিরি গেচে। লিফত কয়তালায় ছিঁড়ে হইরচে হিয়ানো নাকি জানন যাইতেচানা। ডরে আই ঘরে চলে আইচি।
ঘরে আই গেলাম বাথরুমে হাকৃতির ডাকে সাড়া দিতাম। অমা হিয়ানো সমস্যা।
পা পিচলায় মাজায় এমন দুক হাইলামরে ভাই এহন আই বাথরুমেও যাইতেও আতংকে মরি যায়।
সুত্র- View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।