বিসিবির নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচক আকরাম খান গতকাল পদত্যাগ করেছেন। গতকাল বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাবি্বর রহমানের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, দায়িত্বে থাকা সত্ত্বেও কখনো স্বাধীনভাবে কাজ করতে পারিনি। এভাবে চলতে পারে না। এ কারণেই এ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আকরাম খানের সাথে মুস্তফা কামালের দ্বন্দ আছে এটা ঠিক। আর সেই সাথে আকরাম খানের ভাতিজা তামিম দলভূক্ত না হওয়ায় আকরাম খান পদত্যাগ করেছে বলে জানা যায়। তবে আকরাম খান বাংলাদেশের ক্রিকেটারদের এবং ক্রিকেটপ্রেমিকদের কাছে একটি গ্রহনযোগ্য নাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।