আমাদের কথা খুঁজে নিন

   

আকরাম খান, দেশ এবং গনতন্ত্র মুক্তি পাক

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
আজ হতে কানাডার রাজধানী অটোয়ার ন্যশনাল আর্ট সেন্টারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আকরাম খান কোম্পানী'র এক ঘন্টা বিশ মিনিটের বিরতিহীন প্রযোজনা "দেশ"। ১৪, ১৫ ও ১৬ নভেম্বর প্রতি দিন সন্ধ্যে সাড়ে সাতটায় অটোয়ার এন এ সি থিয়েটারে ব্রিটিশ নৃত্যাশিল্পী আকরাম খান তাঁর প্রযোজনা সংস্থা আকরাম খান কোম্পানী উপস্থাপন করবেন "দেশ"। বলা হচ্ছে আকরামের নতুন উপস্থাপনা "দেশ" হচ্ছে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে জরুরী, চমৎকার ও আত্নবিশ্বাসী কাজ। এ যেনো শেকড়ের সন্ধানে নিজ মাতৃভূমে নিবিড় ভাবে এক একান্ত ব্যাক্তিগত ভ্রমন।

যেখানে স্মৃতি, আবহমান সংস্কৃতির লোকাচা এর সঙ্গে নিজের অভিজ্ঞতাকে নিখুত ভাবে মিশিয়ে আকরাম উপহার দেন এক শক্তিশালী উপস্থাপনা "দেশ"। প্রখ্যাত এই শিল্পী তাঁর বর্তমান প্রযোজনা "দেশ" নিয়ে ঘুরে বেরাচ্ছেন ইয়োরোপ, উত্তর আমেরিকা ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন শহর। অটোয়ার আগে গত অক্টোবরের ৩১ ও নভেম্বরের ১ ও ২ তারিখ আকরাম খান টরন্টোর ব্লুমা থিয়েটারে ও দেশে এর তিনটি প্রদর্শনী করে এসেছেন। অটোয়ার পরে দেশ নিয়ে আকরাম চলে যাচ্ছেন স্পেন এর মাদ্রিদ শহরে। বৃটিশ নাগরিক আকরামের জন্ম ১৯৭৪ যুক্তরাজ্যের লন্ডন শহরে।

লন্ডন প্রবাসী বাঙালি মায়ের অনুপ্রেরণায় সাত বছর বয়সে বাংলা লোক নৃত্যে হাতে খড়ি হয় আকরামের। শিল্পী সম্পর্কে বিস্তারিত জানতে (Click This Link)
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.