শুক্রবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি এনায়েত হোসেন সিরাজ জানিয়েছেন, “বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় দলের ব্যবস্থাপক নাঈমুর রহমান দুর্জয় ব্যস্ত। তাই তার অনুরোধে আকরাম খানকে ব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে।”
নতুন দায়িত্ব প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম বলেন, “বোর্ডের অনুরোধে এই দায়িত্ব নিয়েছি। গতকাল (বৃহস্পতিবার) বোর্ডের সঙ্গে কথা বলার পর আজ (শুক্রবার) থেকে দায়িত্ব পালন শুরু করেছি।”
বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগের কাউন্সিলর। ঢাকা বিভাগ থেকে বেশ কয়েকটি মনোনয়ন জমা পড়ায় নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে অ্যাডহক কমিটির এই সদস্যকে।
নির্বাচন করছেন আকরাম খানও। চট্টগ্রাম থেকে পরিচালক নির্বাচিত হবেন দুজন। আজম নাছির ও আকরাম ছাড়া আর কেউ মনোনয়ন জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।