এদেশে অনেক লোক আছে, যারা উচু পদে কর্মরত থেকেও তাদের স্বাধীন মত কাজ করতে পারে না। তাদের প্রায় সবাই অন্য হস্তক্ষেপের বেড়াজালে আটকে থাকে। যা আমাদের ক্রিকেট বোর্ডে নিয়মিতই ঘটছে। নির্বাচকরা দল নির্বাচন করে একরকম আর তা চূড়ান্ত পর্যায়ে এসে হয় অন্য রকম। প্রসঙ্গ আ হ ম মুস্তফা কামাল: তিনিই যদি দল চূড়ান্ত করবেন তাহলে নির্বাচক রাখার দরকার কি। যদি তার সিদ্ধান্তই মেনে নিতে হবে তাহলে তো আর অন্য কাউকে রাখার দরকার হয় না, তিনিই তো সর্বেসর্বা। এমন পা চাটা কুকুরের অধীনে না থেকে নিজের স্বাধীনতা প্রাধান্য দিয়ে আকরাম খান যে কাজ করেছেন, তা অনেকের জন্যই শিক্ষা হতে পারে। কিন্তু বাঙ্গালী শিক্ষা নেয় না, শুধু পা চাটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।