আমাদের কথা খুঁজে নিন

   

দমকা হাওয়ার ঝড়ের পরে শ্যামল সবুজ মায়া

দমকা হাওয়ায় বয়ে আনা হঠাৎ ঝড়ের পরে এক পশলা বৃষ্টি যে তুই আমার শূন্য ঘরে। নিঝর ধারার শ্রাবন হয়ে উষর আমার বুকে রিমঝিমঝিম ছন্দ তুলিস প্রগলতার সুখে। শানিত তোর ঐ বজ্রবাণে চমক দিয়ে যায় তীক্ষ্ণ কথার নিঠুর মায়ায় পুলক লাগে গায়। ভুলিয়ে দিয়ে দুঃখগুলো মুছিয়ে দিয়েব্যাথা তুই যে আমার নিসঙ্গ রাতের হারিয়ে যাওয়া কথা। চাইনা আমি বরিষ থামুক, চাইনা আমি ভোর অফুরান হোক রাত্রী আঁধার, পরশ থাকুক তোর .....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।