আমাদের কথা খুঁজে নিন

   

দমকা কবিতা-২



ফাগুনের সম্বল হাতড়ে মরি স্মৃতির ডোবায় ময়লা থেকে বেড়িয়ে আসে খানিক কালো জল বুকে মাখি দারুণ মায়ার আঠারো ফাগুন আগুনে পুড়িয়ে ওটাই সম্বল! আলো-আঁধার খানিক বাদেই আলোর হোঁচট আসছে আঁধার ভীষণ দাপট রং-তুলিতে শিল্পী লেখে রং বদলের কাব্য আলোর বুনো রাত জড়িয়ে নিজের ভেতর সভ্য! নিশাচর আর্তনাদের হাহাকার থাকে থাকে দক্ষ বিশ্বকর্মার হাসি আমাকেও রাত-নিদ ডাকে নির্ঘুমের স্রোতে তবু এসে মিশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।