আমাদের কথা খুঁজে নিন

   

দমকা আবেগের পংক্তি // শাফিক আফতাব//

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

না পাবার বেদনাগুলো আর ঘায়েল করতে পারেনা

আমি অনিবার্য নিয়তিকে মেনে নিয়েছি
বুঝে গেছি এই প্রযুক্তিযুগে শুুধু পাবো যন্ত্রের উৎকট চিৎকার
জেনে গেছি, মানুষগুলো কেন করে সুবাসিত অন্ধকারে এতো শিৎকার।

না পাবার বেদনাগুলো আর ঘায়েল করতে পারে না

আমি অমোঘ নিয়মের কাছে নিজের সর্বস্ব সমর্পণ করেছি
অনুধাবন করেছি, শশব্যষ্ত এই আমি আর কিছু্‌ই পাবেনা
কত স্বার্থপর হয়ে গেছে নতুন জামানা।



না পাবার বেদনাগুলো আর ঘায়েল করতে পারে না

আমি অপরাধীর মতোন স্বেচ্ছায় হাজির হয়েছি কাঠগড়ায়
আমার আর কোনো উৎকণ্ঠা নেই
আমার বিস্তীর্ণ পৃথিবী নেই, এখন বাস আপন ঘরেই।

আমার আর দুঃখ বলে কিছু নেই
কেনো না সকালে শুদ্ধ স্নানের মতোন সবকিছু আমি ঝেঁড়ে ফেলেছি।
০৩.০৩.২০১৪




[দমকা আবেগের পংক্তি //
শাফিক আফতাব//]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।