একাকীত্ব আর কতদিন বয়ে বেড়াবো!
রাত্রি বেলা পড়ছি বসে
একলা পড়ার ঘরে।
হঠাৎ দেখি কেঁপে কেঁপে
দরজা উঠে নড়ে।
একটু খানি কান পেতে রই
তাকাই ডানে বামে।
দরজা নড়ে উঠার ভয়ে
পানি নেই যে প্রাণে।
ভাবছি বসে নিশ্চয় এটা
দুষ্টু কালুর কাজ।
কানটা টেনে বুঝিয়ে দেব
ধরতে পেলে আজ।
দু তিন মিনিট ভালই ছিলো
নীরব সকল খানে।
খানিক বাদেই আবার
শব্দ আসে কানে।
এবার মনে ভয় ঢুকে যায়
কন্ঠ থেমে এলো।
মনের বাঘে মনটা আমার
করলো এলোমেলো।
ভয় সরিয়ে সাহস করে
দেই দরজা ঠেলা ।
বুঝতে পারি এসব হলো
দমকা হাওয়ার খেলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।