আমাদের কথা খুঁজে নিন

   

দমকা বাতাস - ছিন্নমূল জনগোষ্ঠী

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

আমার বাবার লেখা আরো দুটি কবিতাঃ কবিতার নামঃ দমকা বাতাস লিখেছেনঃ মুক্তিযোদ্ধা কাজী সহিদ উল্যা পটভূমিঃ ০৫ মে ২০১৩ শাফলা চত্বরে হেফাজতী তাণ্ডব রচনার তারিখঃ ০৬/০৫/২০১৩ ঈশান কোনে কাল বোশেখীর কাল মেঘে সাঁজ ধরেছে করে ঘনঘটা, দমকা বাতাসের মাঝে বৃষ্টি পড়ছে দু-চার ফোটা। হঠাৎ করে জোরেশোরে বইছে বাতাস করছে শন্ শন্, এরেই মাঝে শুরু হলো মুষলধারে ভারী বর্ষণ। হঠাৎ করে আকাশের গর্জনে থেমে গেলো কালবোশেখীর দমকা বাতাস, ঘরের বাহির হলে দেখি তারকা উজ্জল পরিষ্কার আকাশ। কালবোশেখীর এ দমকা বাতাস বাংলাদেশে বইছে আবাহমান কাল, ধর্মের নামে ধোকা দিয়ে জনসমর্থন রাখা যায় নারে চিরকাল। কালবোশেখীর ক্ষণস্থায়ী ছোবল শেষে দীর্ঘস্থায়ী থাকে পরিষ্কার আকাশ।

বাংলাদেশের রাজনীতির গগনে ধর্মের মুখোশধারীদের বইছে এখন দমকা বাতাস, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জোট বেঁধে মাঠে নামলে দেখবে তারা মেঘমুক্ত শরতের সোনালী আকাশ। ---------------------- ----------------------------- -------------------- কবিতার নামঃ ছিন্নমূল জনগোষ্ঠী লিখেছেনঃ মুক্তিযোদ্ধা কাজী সহিদ উল্যা রচনার তারিখঃ ১৬/১২/১৯৯৮ রচনার স্থানঃ আখাউড়া রেলজংশন বাংলাদেশের রেল ষ্টেশনে ছিন্নমূল ভাসমান আছে বহুজন, হাড় কাঁপানো পৌষের শীতে খালি গায়ে থাকে তারা সর্বক্ষন। উদাম গায়ে খালি মেঝেতে ঘুমায় তারা জড়াজড়ি করে, হাড় কাঁপানো পৌষের রাত কাটিয়ে দেয় তারা পরস্পরকে জড়িয়ে ধরে। তুলির পরশ দিয়ে শিল্পী আঁকে তাদের দুঃখের ছবি, আমার ভাবুক মন তাদের দুঃখের কথা তুলে ধরে চালিয়ে হাতের মসি। শত শত বছরের ঔপনিবেশিক শাসন, শোষণ, লুণ্ঠনে হয়রে তারা ছিন্নমূল ভাসমান, ছিন্নমূল এ জনগোষ্ঠির নিদারুণ কষ্ট দেখে সেই লুটেরা বেহায়া শক্তি চিৎকার করে বলে মানবতার হইলো অপমান।

ভাসমান এ জনগোষ্ঠির নিদারুণ কষ্ট অপশক্তির রাষ্ট্রীয় ক্ষমতা দখলের হয়রে হাতিয়ার, অপশক্তি ক্ষমতা দখল করে আখের গুছিয়ে ছিন্নমূল এ জনগোষ্ঠির কষ্টের কথা করে অস্বীকার। এদেরই মত এক ছিন্নমূল বাসন্তীকে নিয়ে অপশক্তি মোস্তাক চক্রের শুরু হয় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মহাষড়যন্ত্র, পঁচাত্তরের পনেরই আগষ্টের কাল রাতে আঘাত হেনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুকে হত্যা করে, তছনছ করে দেয় মোদের গণমূখী রাষ্ট্রীয় চার মূলমন্ত্র। দীর্ঘস্থায়ী আন্দোলনে হাজারো শহীরে রক্তের বিনিময়ে ক্ষমতায় অধিষ্ঠিত গনতান্ত্রিক সরকার, অপশক্তি চিরতরে রুখতে এ ছিন্নমূল জনগোষ্ঠির পুনর্বাসন জরুরী দরকার। ---------------------- ----------------------------- -------------------- বাংলাদেশের পতাকা- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।