আমাদের কথা খুঁজে নিন

   

লড়াই ’৭১

লড়াই ’৭১ ------------------- গোলাম কিবরিয়া পিনু ভয় করিনা ভয় করিনা ঘর পুড়ে হয় ছাই ঘর পুড়ে হয় ছাই বাধা দিয়ে করি লড়াই, নৌকো নিয়ে যাই চলে যাই মাইল মাইল দূরে কখনো-বা আবার আসি একই রসুলপুরে, মায়ের থেকে দূরে বোনের থেকে দূরে বাবা থেকে দূরে ছোট্ট ভাইটি সেও থাকে দূরে। মনে মনে ভাবি জয়ী হয়ে মিলবো সবাই মোদের স্বপ্নপুরে রাতের বেলা জোনাক খেলা দেখে দেখে হাঁটি প্রিয় আমার স্বদেশ মাটি। পিঠে থাকে অস্ত্রখানা হঠাৎ গর্জে উঠি, আর মানিনা মানা আর মানিনা মানা শক্ত থাকে মুঠি, চলে শত্রু হনন নতুন বীজের জন্যে করি দেশের মাটি খনন। কষ্ট করি কষ্ট করি কখন ঘুমাই কোথায় ঘুমাই ঠিক-ঠিকানা নেইতো খড়ের গাদায় গোয়াল ঘরে পথের পাশে দূর্বাঘাসে নদীর ধারে ঘুমাই। কখন খাই কী খাই হাতের মুঠোয় যা পাই তা খাই, তবু করিনা হাই পাই হাই পাই। শীতের দিনে শীত লাগেনা বেশি ঠাণ্ডা নয় মাংসপেশী মনের আশায় মনের ভাষায় গরম। পরম পাওয়া চরম চাওয়া গরম হাওয়া রক্তে জোয়ার আনে যুদ্ধ করি যুদ্ধ করি সমুখ পানে। রণক্ষেত্রে বন্ধু দিল চোখের সামনে বুকের তাজা রক্ত কেমন করে ভুলি? বদলা নিতে শক্ত মুঠি আকাশ পানে তুলি কেমন করে ভুলি! চলে লড়াই মান বাঁচাতে জান বাঁচাতে দেশ বাঁচাতে শত্রু দেখে ডরাই? একটুও না একটুও না। জীবন বাজি ভয়-ভীতি সব পায়ের তলায় রাখি নতুন ছবি আঁকি আজকে করি লড়াই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.