সিনেপ্লেক্সে, থ্রি ডি ছবি দেখতে বসেই হঠাৎ মনে পড়ল, সাভারে, মাত্র তিনমাস আগেই তনা ফ্যানে ঝুলে নিউজ হয়ে গেছে। এই তিনমাসেই তনা পিকজেলকে প্রভাবিত করে নিজেকে ক্রমশ শাদাকালো করে তুলেছে। এখন, এ মুহূর্তেও, যেখানেই যে মেয়েটি সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় ঢলে পড়ল নিদ্রামগ্ন তারাদের দেশে, তার জন্য এককথায় সকল পুরুষই দায়ী। এখনো পুরুষের কর্তৃত্বমূলক কৃতকর্মের জন্য নারীকেই মূল্য দিয়ে যেতে হচ্ছে। পুরুষই ঠিক করে দিচ্ছে, নারীর কিসে ভালো, কিসে মন্দ। রক্তে-মাংশে-হাড়ে-শিরায় পুরুষ নারীর ওপর একটা লোক দেখানো আধিপত্য প্রতিষ্ঠা করেছে। অবশ্য কর্তৃত্ব ছিনিয়ে নেবার লক্ষে সাম্প্রতিককালে একটা লড়াইও শুরু হয়েছে, পশ্চিমা প্রেসক্রিপশনে লড়াই চলছে। উভয়পক্ষই জানে, এ লড়াইয়ে জিততে হবে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।