কবিতা লিখি, কবিতা হয় না...
(দুই ফেরেন্ড এর ঝগড়ার মাঝে পরসিলাম...ফলাফল এই কবিতা...বাই দ্য ওয়ে...নো এনিম্যালস ওয়্যার হার্মড ডিউরিং দ্য প্রসেসিং অফ দ্য পোয়েম)
এতদিন ঠিক ছিল সবকিছু শুদ্ধ,
হঠাৎ কি করে জানি শুরু হল যুদ্ধ।
যুদ্ধের পিছনে কি জানা আছে ঘটনা?
ততটুকু বটে নাকি, যতটুকু রটনা?
বলি, বলি যুদ্ধটা করল কে শুরুতে?
কেউ বলে মোষ আর কেউ বলে গরুতে।
গরু বলে মোষ নাকি পানি করে ঘোলাটে,
টেক্সবুক রাখে নাকি উই কাটা মলাটে।
মোষ বলে গরুটার কথা কাজে ভিন্ন,
তার মলাটেও নাকি উই কাটা চিহ্ন।
এরকম ঝগড়ার মাঝে পড়ে আটকা,
কারেন্ট জালের মাঝে হতবাক জাটকা।
বৃথা গেল ঝাঁড়-ফুঁক, বৃথা গেল অংবং,
মাঝে পড়ে আমরাই ছাগলের তিন নং।
হাত জোড় করে বলি, ওরে বাবা থাম রে।
থেকে যাবি আর কত ময়দান কামড়ে?
যার যাই দোষ থাক আমাদের দোষ নাই,
গরু মহিষের তাই ঝগড়ার জোশ নাই।
দিনশেষে মাঠে দেখি গরু নাই, মোষ নাই,
শান্তির বায়ু বয়, চারিদিকে রোশনাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।