মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । বাঁকা পথে তোমার খোঁজে রাতের আলোর পড়েই নেমেছিলাম ভুল রাস্তায় সূর্য্যরে তাপে তোমায় খোঁজার প্রত্যয়ে ক্ষরতাপে ঐ লাল লেলিহান শিখা আমায় জ্বালায়নি আমি তোমার দুঃখ ভেবেই জ্বলেছি পথে । প্রজাপতির ডানায় আমি তোমার দেখা চেয়ে আলোর মাঝে ভালোর মাঝে তোমার ছায়া পেয়ে যে পথে আজ সুর্য্য ওঠে সেই পথেতে হেঁটে ভুল রাস্তায় তোমার খোঁজে চাঁেদের রঙে রাতটাও ছিল ভুল পথে আর আমি শুকনো হাওয়ায় শুকনো হয়ে মনের ভিতর অচিন্তা সব রুগ্ন হয়ে বর্ষা থেকে বৃষ্টি নিয়ে মন ঋতুতে তোমায় পাই । যে প্রহরে মাছরাঙারাও মাছ ধরেনি যে প্রহরে মুক্ত কোকিল গান ধরেনি যে প্রহরে পাকা আমে বাঁদুড় ঝোলেনি যে প্রহরে চাঁদের বুড়ি চোখ খোলেনি যে প্রহরে বিড়াল ছানা মিউ ডাকেনি যে প্রহরে কুকুরগুলো ঘেউ ডাকেনি আমায় তবে সেই প্রহরে কাঁদতে হল কেন ? ঘাসের ডগায় প্রজাপতির ঐ ডানাতে তোমায় খুঁজে নীল চাদরে শীতের বুড়ির ঘুম নেই আজ রাতের পরে গভীর রাতে ফুল পাখিরাও তোমার খুঁজে রাস্তা ভুলেও আমার বুঝি ভুল নেই আজ । লেজ গুটিয়ে হুলো বেড়াল পথের বাঁকে দিনের শেষে আপন মনে তোমায় ডাকে আমি খুজি বেড়াল খোঁজে তোমার রাঙা মুখ ফুল পাখিরাও খুঁজুক তোমায় মাছরাঙাও, মুক্ত কোকিল, আমের বাঁদুড়, ভেংচি কাটা বানরটা বেটাও । তাই বাঁকা পথে তোমার খোঁজে সুর্য্যতাপ নয় আমি রঙধনু আর ফুলপাখি চাই আর যতসব হারিয়ে যাওয়া প্রহর বেলার মুক্ত মনের মুক্তরা সব । আমার পথে আমার সাথে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।