আমাদের কথা খুঁজে নিন

   

বাঁকা চাহনির ঘড়াভর্তি জল

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

বাঁকা পথের সবুজ নথে যে তৃষ্ণার মোড় ঘুরে গেছে কাঁটাঝোপের রুপসী ঠোটে তার গভীর আড়ালে আমি বক্ষ খুলে দেখি সুর মাটির সরাতে দুধ ফেটে, দু’ভাগ হয়ে গেছে শরের নদী একভাগে আমার লোভের মোহনায় ঢেউ ওঠে জলের কাঁপনে জন্মদাগে এসে দাঁড়ায় বাহুর ছায়া অন্যভাগে, শীত ছাউনির করিডোরে চেয়ারের হাতলে সমুদ্রঘ্রাণে ভরে ওঠে - এই গন্ধ জাগিয়ে রাখে শরীর তোমার দেহের নৈশলিপি উড়ে এসে ভরে তোল ঘর, খুলে রাখি ঘরের জানালা উঠোনে গভীর মুগ্ধতার তুলশী গাছের কাছে পড়ে থাকে নৈ:শব্দের ছাপ, বাঁকা চাহনির ঘড়াভর্তি জল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।