আমাদের কথা খুঁজে নিন

   

বাঁকা চোখে দেখা

প্রবল ঘৃনাই মানুষকে ধ্বংস করে আবার প্রবল ঘৃনাই মানুষকে বাঁচায় ১. ব্লগার রাজীব হায়দারকে হত্যার জন্য প্রাথমিকভাবে জামাত-শিবিরকে দায়ী করা হলে অনেক শিবির কর্মীকেই বলতে শুনেছি, রাজীব ধর্ম নিয়ে,আমাদের নবী (সাঃ)কে নিয়ে অনেক আজেবাজে কথা লিখছে। যে নবীকে নিয়ে এরকম আজেবাজে কথা লিখতে পারে তাকে হত্যা করা বৈধ। অর্থাৎ তাদের যুক্তিতে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার জন্য কাউকে হত্যা করা জায়েজ। এমনকি হত্যাটা তারা নিজেরাই করতে পারে। তাদের উগ্র যুক্তি গ্রহন করলে তাদের কাছেই একটা জিনিস জানতে ইচ্ছা করে।

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার জন্য কাউকে হত্যা করা যদি বৈধ হয় তাহলে সাঈদিকে চাঁদে দেখা গেছে দাবী করে সমস্ত মুসলমানের ধর্মীয় বিশ্বাস ধ্বংস করে দেয়ার জন্য তাদেরকে কি করা উচিত ? ২.৯৩ সালে তসলিমা নাসরিনের লজ্জা প্রকাশের প্রতিবাদে মৌলবাদিরা যখন তার ফাঁসির দাবিতে আন্দোলন করছিল এবং ব্লাসফেমি আইন প্রবর্তনের দাবি জানিয়েছিল তখন দেশের বুদ্ধিজীবি সম্প্রদায় এবং নাস্তিক সম্প্রদায় মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে বলে ব্লাসফেমী আইন প্রবর্তনের তীব্র বিরোধীতা করেছিলেন। আজ আবার তারাই শাহবাগ আন্দোলনের বিরোধীতা করেছে বলে আমার দেশ পত্রিকার প্রচার ও প্রকাশনা বন্ধে উঠে পড়ে লেগেছেন। এখন কি মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে না ? ৩. শাহবাগ আন্দোলন নিয়ে প্রথম থেকেই অনেক ধরনের কথা শোনা গেছে যে এটা পরিকল্পিত ঘটনার ঘনঘটা। শাহবাগ পরিকল্পিত না হলেও শাহবাগ আন্দোলনের সাথে একাত্নতা ঘোষনা করেছিল এরকম অনেকেই এখন শাহবাগ ছাত্রলীগের দখলে চলে গেছে বলে বা এর সাথে আরও কিছু ইস্যু যোগ করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যোগ করতে না পেরে শাহবাগের বর্তমান কর্মসূচির সঙ্গে ঐক্যমত পোষন করছেন না। শাহবাগ সাধারন মানুষের আন্দোলন হোক বা আওয়ামী লীগের পরিকল্পিত আন্দোলন হোক এ আন্দোলন থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে আওয়ামী লীগ।

সাধারন মানুষ সরকারের গত চার বছরের ব্যর্থতা, একের পর এক কেলেংকারীর কথা ভুলে গিয়ে এখন শাহবাগ আন্দোলন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিএনপি। আগে মানুষ ক্ষমতাসীন সরকারে এ দুটো দলের তুলনা দিতে গিয়ে বলত, ক্ষমতার জন্য আওয়ামী লীগ আর বিএনপি দু'টোই এক। দুটোই ক্ষমতায় গিয়ে জনগনের কথা ভুলে যায়। এখন এই তুলনাটুকু চলে জামায়াতের সাথে আওয়ামী লীগের।

একটা ধর্মীয় অনুভুতি নিয়ে ব্যবসা করে আর একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে। যুদ্ধপরাধীদের বিচার ইস্যুতে বিএনপির নজীরবিহীন নির্লজ্জতার কারনে তারা এখন আর চায়ের টেবিলেও প্রধান দুই রাজনৈতিক দলের একটি হিসেবে বিবেচিত হয়না। তারা এখন বাংলাদেশের তৃতীয় প্রধান রাজনৈতিক দল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।