আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকঃ অসমাপ্ত অনুভুতির ব্যবচ্ছেদ

CONNECTION FAILED বনলতা বনলতা করে পাগল হইনু এ মন সারাটি জনমভর, বনলতা আসিলো না, একটু কাছে এসে ছুঁইলো না, দেখিলো না কেবা আছে আমার এই আন্ধার গোরস্তানের ঘর! কতো রাতি কাটিছে বনলতার কথা ভেবে ভেবে জোছনায় পুড়িয়া চোখের কোনে জোনাকি গালে অশ্রুজলের চিকিচিকি বনলতা শুনিলো না আন্ধার ঘরে যাই আজও তার তরে কান্দিয়া! করে চালাকি বনলতা গেল আমায় ফেলি দূর তারারও দেশে চিৎকার করি ডাকিলাম খুঁজিয়া কতো নগর ঘুরিলাম শুধু বনলতারে দেখিবো এই আশায় আসিলাম মাটিরও কাছে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।