আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকঃ ভৌতিক সংগীত - আঁধার রাতের আগন্তুক হার্ড রক ঘরানা

যখন থামবে কোলাহল আঁধার রাতের আগন্তুক আঁধার রাতে আগন্তুক এসে কালো চাদর দিয়ে এই আমাকে মুড়ে দিয়ে যায়। জীবন মরণ সব মিছে হয়ে যায় ঘন আক্রোশে লাল দুচোখ মেলে শুধু চেয়ে চেয়ে রয় ভয় পাই আমি বড় ভয় পাই বোধ জ্ঞান হারিয়ে তখন অসার হয়ে যাই সারা দেহে ঘাম বুকে হাপরের দাম পেছন থেকে তাড়া করে ফেরে অশরীরীর দল তাড়িয়ে বেড়ায়, পথ যে হারায় সরু সাদা দাঁতে ভারী কালো ঠোটে হাসে খলখল ভয় পাই আমি বড় ভয় পাই বোধ জ্ঞান হারিয়ে তখন অসার হয়ে যাই অশুভ ছায়া অশুভ শক্তি ঘিরে আমাকে চারপাশ থেকে যেন মেঘ হয়ে রয় যেটুকু আলো মরিচিকা হয়ে বহুদূর লোকালয়ে নিভু নিভু হয়ে যেন তবু জ্বলে রয়। ভয় পাই আমি বড় ভয় পাই বোধ জ্ঞান হারিয়ে তখন অসার হয়ে যাই  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।