আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকঃ আলোর সমাধি মিছিলে

CONNECTION FAILED
আলোর সমাধি মিছিলে মনের আকাশ কি ঢেকেছে ধূসর মেঘে, হারিয়েছে কি সুখ সব গানচিলের চোখে! সাগরবেলায় দেখেছ কি পাখিদের মুখরতা, সেখানে কি শোননি প্রেমিকের মিথ্যে স্বপ্নকথা! তোমার স্বপ্ন ভাঙ্গে উৎসবের পরে, সত্যের মৃত নীল শুন্যের আঁধারে! স্তব্ধতার গানে বৃষ্টিতে চলে গেছ আলোর শেষে, আমি পরে আছি নিঃসঙ্গ একাকী সমুদ্রের পাশে! জেগে আছে এখনও উৎসবের আলো নিয়ে শিশির, তোমার অপেক্ষায় অনন্ত সময় হয়েছে কোথাও ধীর! তোমার স্বপ্ন ভাঙ্গে উৎসবের পরে, সত্যের মৃত নীল শুন্যের আঁধারে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।