CONNECTION FAILED
ভাবনা আমার পুড়ে ছাই ঘরের কোনে,
থিকথিকে আঁধার জমা চোখের কোনে,
আমি ভিজি হাতের কাছের তুচ্ছ মায়ায়,
সূর্যহারা আকাশটাও বৃষ্টি ঝরায়।
অনেকদূরে তাকিয়ে থাকে চোখ,
তাকিয়ে থাকে অপার্থিবতায়,
অন্য কোন রোদের মায়ায়।
অনুভুতির উষ্ণরেখা আমার দেয়াল জুড়ে,
ক্লান্ত নিঃশ্বাস ভারী হয় দোষের ভারে।
অবাক আমি আর আমার ভেজা কান্না,
সেই পাখিটা সাঁঝের বেলায় আর ফেরে না।
অনেকদূরে তাকিয়ে থাকে চোখ,
তাকিয়ে থাকে অপার্থিবতায়,
অন্য কোন রোদের মায়ায়।
তুমি গিয়েছিলে তবে অন্য কোনো ছায়া ধরে,
নীল মেঘের সবুজ অবুঝ নীলান্তরে-
আমার চোখে রাত নামিয়ে।
কৃষ্ণপক্ষ রোদ্দুর ছড়ায় রোজ,
হয়তো-
আজো ভালোবাসি বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।