CONNECTION FAILED
নিজেদের মাঝে যুদ্ধ করি নিয়ত
পৃথিবী ডুবে গেলে আঁধারে,
কিংবা নিয়ন আলোর ভিড়ে,
আমরা হই আরো যোদ্ধাহত।
চেয়েছিলাম একটা শান্ত পৃথিবী
অথবা কিছু প্রিয় মুখচ্ছবি।
হলো না হলো না আর,
হলো না ভাঙ্গা বদ্ধ দুয়ার!
দিকে দিকে ধূসর ধোঁয়াশা
বিভ্রান্ত কুহেলিকা চারিপাশ,
দুচোখে নামে ঘুমের প্রহর
যেন নিতে চায় বিষাক্ত শ্বাস।
আমাদের বুকের পাঁজর ভেঙ্গে যায় অনন্ত কষ্টের চাপে,
আমাদের চামড়া পুড়ে যায় নরকের আগুন তাপে।
হয়ে যায় আমাদের শরীর রক্তজমাট পিন্ড,
পরে থাকে আমাদের পাপ হয়ে বাকরুদ্ধ।
ঘুমের মাঝে কেঁদে যাই-
কেঁদে যাই-
স্বপ্ন পোড়ার অভিমানে,
ঘুমিয়ে থাকি জমাট গরমে
ভালোবাসা মরে পচে গেছে যেখানে।
তবু সে স্বপ্ন পোড়া বাড়িতেই
আত্মারা জ্বলতে থাকে,
জ্বলে জ্বলে নিঃশেষ হয়
সে অনন্ত নরকের বুকে।
আমরা চেয়ে চেয়ে দেখি আমাদের আত্মা পোড়া
আমরা চেয়ে চেয়ে দেখি আমাদের আত্মা পোড়া
আমরা চেয়ে চেয়ে দেখি আমাদের আত্মা পোড়া।
আমাদের বুকের পাঁজর ভেঙ্গে যায় অনন্ত কষ্টের চাপে,
আমাদের চামড়া পুড়ে যায় নরকের আগুন তাপে।
হয়ে যায় আমাদের শরীর রক্তজমাট পিন্ড,
পরে থাকে আমাদের পাপ হয়ে বাকরুদ্ধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।