CONNECTION FAILED - - - - কেনো এসেছো একা এই কালো স্তব্ধতায় দীর্ঘ ঘুম কাটিয়ে উৎসবের আলো জ্বেলে পাবে কি ফিরে এখন সেই হারানো বাতাস যেখানে শুকনো পাতা মর্মর শব্দে ভাঙে ঘরের ভেতর বন্ধ জানালায় চাঁদের উঁকি আমাদের চোখে বাসা বেঁধেছে লাল পাখি। এই রাস্তায় জমে গেছে পেঁজাতুলো মেঘ অজস্র মুখের ভীড়ে তাই নীল স্রোত অবচেতন ঘুমের ভেতর পায়ের ছাপ অভিমানী মেয়েটির জমাট বৃষ্টির আবেগ দেখেছো কি সেই ভাঙা দরজায় আঁকিবুকি সেখানে উড়ছিলো আমাদের এলোমেলো পাখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।