আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকঃ তোমায় ভুলতে ঘুমের কাছে আশ্রয়

CONNECTION FAILED
জোছনার জলে ডুব দিয়ে, কিংবা তারার চাদরে মুড়িয়ে; শুনি যত জলের কোলাহল, প্রণয়িনী পৃথিবীর সবই ছল। তোমায় ভুলতে ঘুমের কাছে আশ্রয়, জাগ্রত পৃথিবীকে জানিয়ে বিদায়, তবুও- তোমার কাছে আর ফিরে যাওয়া নয়। পাতা ঝরা সিঁড়ি ভাঙ্গা ঠিকানায়, সাদা কালো স্বপ্ন অবিরাম হারায়; ক্লান্ত আমি ভেসে চলি শঙ্খচিলে, আবাস খুঁজে ফিরি মেঘের নীলে। তোমায় ভুলতে ঘুমের কাছে আশ্রয়, জাগ্রত পৃথিবীকে জানিয়ে বিদায়, তবুও- তোমার কাছে আর ফিরে যাওয়া নয়। জানিনা তোমার রক্তের ভালোবাসা দিয়েছ কারে, শুধু বুঝেছি আমারে চাইবে না তুমি কোনদিন কোন জন্মে! ওই দূর নক্ষত্রের কাছে তাই কোন প্রশ্ন রাখি না, এলোমেলো বাতাসে বিশৃঙ্খল এইসব দিন রাত্রি কেটে যায়। ছবিঃ দ্বীপাপা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।