প্রশ্নটা মাথায় কয় দিন থেকে ঢুরছিলো........যখন বন্ধুর কাছে তার বোনের কথা শুনলাম .........আরো একটি ইভটিজিং এর ঘটনা। মোহাখালি টি & টি আদর্শ গার্লস্ স্কুলে পড়ে মেয়েটি .....মোহাখালি ওয়ার্েলস এলাকার বখাটে মেহেদী ,রোকন আর তার সাথীরা প্রতিদিন স্কুলে যাবার পথে ইভটিজিং করে। পথ আটকে....গায়ে হাত দিতে চায় .....ভয় দেখায়.....বাজে প্রস্তাব দেয় । আপমান এর ভয়ে আর লজ্বা মেয়েটির আজ স্কুলে যাওয়া বন্ধ। ঐ এলাকার অনেক মেয়েই নাকি এমন ঘটনার শিকার।
মেহেদী আর তার সাথীদের রাজনীতিক ক্ষমতার দাপটে এত কিছুর পরও ওদের কেউ কিছু বলতে পারছে না ....আর বল্লেও বখাটেরা বাপ আর ভাই এর ক্ষমতার জোরে স্থানীয় হওয়ায় বার বেচে যাছেছ। স্থায়ীয় কমিশনার আর নেতারা সব জানে কিন্তু দুঃখজনক হলেও বলতে হয় .. বখাটেপনা করার পরেও এলাকার নেতারা তাদের আগলিয়ে রাখে।
রাষ্ট্র যেখানে আজ পারেনা আমাদের সুরক্ষা দিতে । পারেনো আমাদের বোনদের সুরক্ষা দিতে । লাঞ্চিত হতে হয় পদে পদে।
কেও প্রতিবাদ করতে গেলে হয় আহত বা নিহত । এখনি ব্যবস্থা না নিলে হয়তো...আবারো কোন -বোন লাঞ্চিত হবে....নয়তো আত্মহত্যার পথ বেছে নিবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।