আমাদের কথা খুঁজে নিন

   

গোয়েন্দা জোকস ১

কয়েকটা পিসি গেমস চাই উপায়ান্তর না দেখে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলো রাশিয়ান স্পাই। গেল সে CIA অফিসের এক নম্বর কক্ষে। বললো:- আমি এসেছি অকপটে নিজের দোষ স্বীকার করতে! - অকপট স্বীকারোক্তি ১৩৮ নম্বর ঘরে। ১৩৮ নং কক্ষে গিয়ে বললো:- আমাকে স্পাই হিসেবে পাঠানো হয়েছিল আমেরিকায়। - গোয়েন্দা বিষয়ে কথা থাকলে যান ২২৭ নম্বর ঘরে।

২২৭ নং কক্ষে গিয়ে বললো:- আমাকে এদেশে পাঠানো হয়েছিল স্পাই হিসেবে। - কিসে চড়ে এসেছিলেন? - জাহাজে। - জলভাগ ডিল করে ৩৬৮ নম্বর ঘর। ৩৬৮ নং কক্ষে গিয়ে বললো:- আমাকে এদেশে পাঠানো হয়েছিল জাহাজে করে। - সাধারণ জাহাজ নাকি ডুবো জাহাজ? - ডুবোজাহাজ।

- ডুবোজাহাজ বিষয়ক কথাবার্তা ৭৯৪ নং ঘরে। ৭৯৪ নং কক্ষে গিয়ে বললো: - আমাকে ডুবো জাহাজে করে পাঠানো হয়েছিল এদেশে। - সরাসরি বলুন, আপনাকে কোনো দায়িত্ব দেয়া হয়েছিল নাকি দেয়া হয়নি এখনও? - হ্যাঁ আমাকে একটি বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। - তাহলে আর খামোখা জ্বালাতন করছেন কেন সবাইকে? যান, যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা পালন করুন গিয়ে! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.