আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রতিনিধি

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত। জনপ্রতিনিধি এবার বক্তব্য রাখবেন মরহুম হাজী ......(বাবার নাম) ছেলে জনাব আউয়াল মিয়া (বর্তমানে এমপি, পিরোজপুর)। তার বক্তব্য শেষ। তারপর সঞ্চালক মাইক্রোফোনে এবার বলছেন, এবার বক্তব্য রাখবেন- হাজী ......ছেলে জনাব বাদশা মিয়া (সাবেক কমিশনার)। বাদশ মিয়া মঞ্চে গিয়ে সঞ্চালককে বললেন, এই সুয়ারের বাচ্চা, আমার বাবার নামের আগে মরহুম বললি না কেন? এই কথা মাইকের মাধ্যমে দর্শকের কাছে চলে গেল।

দর্শক হাসছে। সঞ্চালক আস্তে করে বললেন, স্যার আপনার বাবা মরেনি। তাই মরহুম বলা যাবে না। বক্তা এবার বললেন, হে চেটটা আগে কবি না। দর্শক এবার হো হো করে হেসে ফেললেন।

আমাদের দেশের জনপ্রতিনিধি বেশীর ভাগই এমন দর্শনের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.