নাজমুল ইসলাম মকবুল
টিপাইমুখে মরণ বাঁধ : অস্তিত্ব রায় আমাদের করণীয়
শীর্ষক আলোচনা সভা
এখনই সিলেটের সকল নির্বাচিত জনপ্রতিনিধি টিপাই বাঁধ এর বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে না পড়লে সিলেটবাসী তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে
............................................. প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রব
বিশিষ্ট ভূবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক (অব.), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি, প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রব বলেছেন, টিপাইমুখ বাঁধে ভারতের ৫০ লাখ ও বাংলাদেশের সাড়ে ৩ থেকে চার কোটি মানুষের অস্তিত্ব বিপন্ন করবে। যৌথ সমীা করে আমাদের মতামত ছাড়া আন্তর্জাতিক এই নদীতে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। ভারতের কাছ থেকে বাঁধের তথ্য-উপাত্ত, তিকর দিক, ফিজিবিলিটি স্টাডি রিপোর্টসহ সব তথ্য সংগ্রহ করতে হবে। সরকারের উচিত ভারতের সঙ্গে কুটনৈতিক যোগাযোগের মাধ্যমে সমাধান করা। এেেত্র দলমত নির্বিশেশে সবাই সরকারকে সহযোগিতা করতে হবে।
ভারত কুটনৈতিক তৎপরতায় আমাদের দাবি না মানলে জাতিসংঘে তুলতে হবে। সারাদেশের জনগণের উচিত টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা। বিশেষজ্ঞদের উচিত সবাইকে তিকর দিকগুলো জানানো। এেেত্র সুশীল সমাজের কাজ হলে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সহযোগিতা করা।
তিনি বলেন, কালপেন না করে এখনই পদপে নিতে হবে।
যেখানে আমাদের অস্থিত্বের প্রশ্ন সেখানে আমরা এখনই যদি আন্দোলনে ঝাপিয়ে না পড়ি, তাহলে মোনাফেক হিসেবে জাতির কাছে পরিগনিত হবো। তিনি বৃহত্তর সিলেটের অস্থিত্ব রার প্রশ্নে সকল জনতাকে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি বৃহত্তর সিলেটের সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, এখনই সিলেটের নির্বাচিত সকল জনপ্রতিনিধি ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে না পড়লে সিলেটবাসী তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে।
গত ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সিলেট লেখক ফোরাম আয়োজিত ‘টিপাইমুখে মরণ বাঁধ : অস্তিত্ব রায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিক আহমদ শফি’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরাম এর যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী।
বিশেষ অতিথির বক্তব্যে মাসিক তৌহিদী পরিক্রমা সম্পাদক ও বাংলাদেশ ইসলামী আইনজীবি পরিষদের সাধারন সম্পাদক, সাবেক এম.পি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, বাঁধ এলাকায় ভূমিকম্প হলে সিলেট বিভাগ আট ফুট পানির নীচে তলিয়ে যাবে। পান্তরে ৩০ ফুট নিচে পানির লেয়ার চলে গেলে ওজু, গোসল পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সুতরাং সিলেট বিভাগের ১৯ সাংসদকেও সোচ্চার ভূমিকা রাখা এখনই প্রয়োজন।
সিলেট নাগরিক অধিকার সংরণ আন্দোলনের আহবায়ক লে. কর্নেল (অব সৈয়দ আলী আহমদ বলেন, আমাদের এখন জেহাদের সময় সামনে। কলম তলোয়ার দা কুড়াল খুন্তির মাধ্যমে এখনই টিপাই বাঁধ প্রতিরোধে আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি এখন থেকে সকল ভারতীয় পণ্য বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সিলেট লেখিকা সংঘের সভাপতি সালমা বখত চৌধুরী বলেন, দেশ রার আন্দোলনে অতীতের ন্যায় বর্তমানেও ঝাঁপিয়ে পড়তে হবে। স্বাধীনতা যুদ্ধের জন্য যেভাবে অংশ নিয়েছিলাম, এখন সময় এসেছে সে ভাবে আরেকটি যুদ্ধের।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল দেশের বরেণ্য ভূবিজ্ঞানী লেখক কবি সাংবাদিক সাহিত্যিক রাজনীতিবিদ জনপ্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দের বক্তব্যগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সরকার ও সংশ্লিষ্ঠদের প্রতি অনুরোধ জানান।
শাবিপ্রবির ছাত্র হুসাইন আহমদ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিলেট প্রেসকাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর।
বক্তব্য রাখেন, সিদ্দিকী শিা ও সেবা ট্রাস্টের চেয়ারম্যান আব্দুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক অধ্য মাওলানা আব্দুল হাই জিহাদী, ভাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, সিলেট সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, নক্শি বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান তাইজুল ইসলাম ফয়েজ, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার ছামির মাহমুদ, ছাত্র প্রতিনিধি মাহমুদুর রহমান, সিলেট লেখিকা সংঘের উপদেষ্টা নুরুন্নেছা চৌধুরী রুনি, সিলেট লেখক ফোরাম এর সহ-সভাপতি আবু মালিহা, সাংগঠনিক সম্পাদক এম.জে.এইচ জামিল, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন, সিলেট উন্নয়ন যুব সংগ্রাম পরিষদের সভাপতি মাহমুদুল হোসেন তোফা, নাগরিক অধিকার ফোরামের প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সিলেটের আলাপ বন্ধু আসরের আহ্বায়ক আহসানুল হক দিদার, দৈনিক ইনকিলাব এর দিরাই প্রতিনিধি আব্দুল বাছিত সরদার, গোটাটিকর দাখিল মাদ্রাসার শিক জুবায়ের আহমদ, হাজী মোঃ শফিক হাইস্কুলের সহকারী শিক আমিনুল ইসলাম, প্রবাসী রশিদ মিয়া, সমাজসেবক হানিফ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে ফোরাম প্রকাশিত স্মারক যাদের তরে অশ্রু ঝরে প্রধান অতিথির হাতে তুলে দেন ফোরামের সদস্যবৃন্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।