বিরিন শট
উনি কাজের বেলা ঠনঠনাঠন ঠিকই
তবে বক্তৃতাতে বরাবব্রই পাকা,
লোনের টাকা মেরে দিয়েই এখন
উনার দুপকেটে ঝমঝমাঝম টাকা।
উনি খেতে আবার ভীষন ভালবাসেন
ওয়েস্টিন, রেডিসনে হরদম,
উনার খরচ করা ভীষন রকম ব্যামো
তবে নিজের টাকা খরচ করেন কম।
উনি নেয়ার অংকে ভীষন রকম ঝানু
তবে দেয়ার বেলা ষোল আনাই ফাঁকি,
তবে একটা জিনিস দেয়ার বেলায় শুনি
নেই কোথাও উনার জুড়ি নাকি।
হ্যাঁ, একটা জিনিস দিতে ভালবাসেন
এত দিয়েও মিটে না তার আঁশ,
সারা জীবন দিয়েই যাবেন উনি
পাবলিকের পেছন দিয়ে বাঁশ।
(কারে দিব নালিশ আমি
হায় ভগবান! হায় ঈশ্বর! বিধি!
রক্ত দিয়ে স্বাধীন দেশে
এই লোকেরাই জনপ্রতিনিধি।)
এলাকাতে যে বাড়িটা দেখেন
অষ্ট্প্রহর ভীষন আলিশান,
ওই বাড়িতেই থাকেন বলে শুনি
বাংলার এই জাফর আলি খান।
(রচনাকাল:১৯৯৭)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।