আমাদের কথা খুঁজে নিন

   

ব্রিটেনে তৈরি হচ্ছে ভাসমান বাড়ি

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ব্রিটেনের বাকিংহামশায়ারের সারলোতে টেমস নদীর তীরে তৈরি হচ্ছে ভাসমান বাড়ি। আধুনিক সব সুবিধা সংবলিত এই বাড়িটি এক ব্রিটিশ দম্পতির বসতবাড়ি হিসেবে ব্যবহূত হবে। বন্যা বিশেষজ্ঞদের প্রতিষ্ঠান বাকার স্থপতিরা এই বাড়িটির নকশা করেছেন। এই বাড়িতে কাঠের অবকাঠামোতে তিনটি বেডরুম থাকবে। এসব রুমে কনক্রিটের তৈরি বেজমেন্ট স্থাপন করা হবে।

সেই বেজমেন্ট একটি পাটাতনের ওপর বসানো হবে। পাটাতনটি চারটি দণ্ডের ওপর স্থাপন করা হবে। এ অবস্থায় বন্যার কারণে নদীর পানি বেড়ে গেলে পাটাতন থেকে বাড়িটি খুলে গিয়ে পানিতে ভাসতে থাকবে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটিও ওপরে উঠতে থাকবে। এই বাড়িটি নির্মাণে দেড় কোটি পাউন্ড ব্যয় হবে।

আগামী এক বছরের মধ্যে বাড়িটির নির্মাণকাজ শেষ হবে। এতে বাড়ি নির্মাণের স্বাভাবিক ব্যয়ের চেয়ে ২০ ভাগ বেশি ব্যয় হবে। । তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.