ব্রিটেনে ২শ’ শিশুর জঙ্গি হবার সম্ভাবনা আছে বলে সনাক্ত করেছে পুলিশ। এদের মধ্যে ১৩ বছর বয়সী শিশুও আছে। ইসলামী মৌলবাদের কারণে ঝুঁকিপূর্ণ শিশুদের খোঁজ করতে গিয়ে পুলিশ এসব শিশুদের সন্ধান পায়।
পশ্চিম ইয়র্কশায়ারের পুলিশপ্রধান ও ব্রিটেনের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে প্রবীণ কর্মকর্তা স্যার নরম্যান বেটিসন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের তদন্তে দেখা গেছে কমপক্ষে ২শ’ শিশুর চরমপন্থি হবার ঝুঁকি রয়েছে।
তদন্তটি শুরু হয়েছিল ১৮ মাস আগে। তবে ২০০৮ সালের জুন মাসে ঝুঁকিপূর্ণ শিশুদের সংখ্যা ছিল মাত্র ১০ জন। তদন্তটি পরিচালনা করছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। নরম্যান বলেন, এসব শিশুরা যেসব কাজ করে তাকে জাতিবিদ্বেষ বা পশ্চিমাবিরোধী কার্যক্রম বলা যেতে পারে। গত ৭ জুলাইয়ের বোমা হামলাকারী ৭ জনের একজনের কথা জানা যায়, যে খুব ভাল ছাত্র ছিল।
শিক্ষকরা কাছে গেলে তারা তার অনুশীলন খাতা দেখায়। সেখানে সে আল কায়েদার প্রশংসাসূচক মন্তব্য লিখেছে। সে সময় বিষয়টি নিয়ে আলোচনা করা না হলেও এখন শিক্ষকরা বাবা-মা বা স্থানীয় ইমামের সঙ্গে কথা বলবেন বলে আশা করছেন নরম্যান। নরম্যান বলেন, মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের খুব সহজেই সনাক্ত করতে পারব। এছাড়াও মাদকাসক্ত শিশুদেরও সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
তবে ব্রিটেনের মুসলিম কাউন্সিলের ইনায়াত বাংলাওয়ালা বলেন, পুলিশ শিশুদের গোপনীয়তা নষ্ট করছে। তিনি আরো বলেন, পুলিশের ধারণা এবং ব্যক্তির কাজের মধ্যে পার্থক্য আছে। সম্পাদনা: জুলফিকার রাসেল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।