পূর্ব ব্রিটেনের কেন্ট কাউন্টিতে একটি ব্রিজে শতাধিক গাড়ির সংঘর্ষে দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল সকালে কাউন্টির নতুন চার লেনবিশিষ্ট ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
ঘন কুয়াশায় ব্রিজের চারপাশ আচ্ছন্ন থাকায় দিকনির্দেশনা হারিয়ে শতাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িগুলো একটি আরেকটির সঙ্গে ক্রমাগত সজোরে ধাক্কা খেতে থাকে। প্রায় ১০ মিনিট ধরে এই ধরনের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর দুই শতাধিক ব্যক্তিকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উদ্ধারকাজে তৎপর ছিল প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অনলাইন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।