খোদ বৃটেনে এবার মেয়েদের মিনি স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এটা ঘটেছে গ্রেট ব্রিটেনের ওরস্টারশায়ার কাউন্টির রেডিচ শহরে ওয়াকউড চার্চ অব ইংল্যান্ড মিডল নামের স্কুলে। সেখানে মেয়ে শিশুদের মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কার্যকর হল এই নিয়ম।
একই সঙ্গে ২০১৪ সাল থেকে স্কার্টের ওপর ব্লাউজের মতো পোশাক পরাও নিষিদ্ধ করা হয়েছে। স্কুল পোশাকে ছেলেমেয়েদের কোনো ভিন্নতা থাকবে না বলে এ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশের কারণ হিসাবে বলা হয়েছে স্কার্টে মেয়েদের দৃষ্টিকটু লাগে। যাদের বয়স ৯ থেকে ১৩ বছর তাদের এখন থেকে ট্রাউজার পরতে হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই আদেশ কার্যকর হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।