খবরের সূত্র এইলিংক
ওয়াসার পানি দিয়ে এখন নদীর পানি আসে না। পাতালের পানি তো শুকিয়ে গেছে অনেক আগে। এই মুহূর্তে ওয়াসা নগরবাসীদের ঘোলা পানি সরবরাহ করছে যার ওপর তেল ভাসে। এই তেল কিসের? তা জানে না খোদ ওয়াসা নিজেও। পুরান ঢাকার অধিকাংশ এলাকায় এখন এই পানি।
সূত্রাপুর,বানিয়া নগর,নারিন্দা ঘুরে এই চিত্র দেখা যায়।
পানি ঠিক মত বিশোধন হচ্ছে না। তা ওয়াসার ময়লা পানি দেখেই বোঝা যায়। কিন্তু ওয়াসা নাগরিকদের কাছ থেকে পানির বিল নিচ্ছে ঠিকই। পুরান ঢাকার বাসিন্দাদের কাছে এসব খবর পাওয়া যায়।
এদিকে একই এলাকায় রয়েছে গ্যাস সংকট। গ্যাসের স্বাভাবিক চাপ থাকে না দুপুরে। জাতীয় গ্যাস লাইনে যোগ হচ্ছে কোটি ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার এ খবর নগরবাসীর কাছে চাপা বাজি মনে হয়। ক্ষুব্ধ এক বাসিন্দা একথা বলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।