যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সরকারী নানান দপ্তরের নানান পদে নানান রকমের ঘুসের ফেসিলিটি যেমন রয়েছে তেমন রয়েছে সেই পদে বদলীর জন্য নানা রেট। এটা একটা প্রকাশ্য বিষয়, তবে প্রমাণ বা তথ্যসূত্রের নিরাপত্তাহীনতার জন্য এসব বিষয় নিয়ে কেউ তেমন মিডিয়াতে উচ্চাবাচ্য করে না। শোনা যায় ঢাকার ডিআইজি পজিশনে বদলীর জন্য ৬০ থেকে ৮০ লাখ টাকা ঘুস দিতে হয়। স্বাস্থ্য অধিদপ্তর সহ রাজধানী কেন্দ্রিক বিভিন্ন সরকারী দপ্তরের গুরুত্বপূর্ণ পদের জন্য ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয়, দাপ্তরিক প্রধানদের কাছে মোটা অঙ্কের অর্থসমেত তদবির করতে হয়। রাজধানীর বেশীরভাগ থানার ওসিরা এভাবেই বদলী হয় বলে সবাই মোটামুটি নিশ্চিত।
সম্প্রতি ঢাকা ওয়াসার এমডি পদের জন্য এক কোটি টাকা চেয়েছে নাকি উপরমহল। তারমানে আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের এককোটি টাকাও থাকতে হবে। এই উপরমহল কারা সে সম্বন্ধে আমার ওয়াসার বন্ধু তেমন কিছু নিদৃষ্ট বলতে পারলো না। তবে বললো, এটা তো বোঝা যায় যে তারা সরকারী দলের শীর্ষস্থানী নেতৃবৃন্দের কেউ-ই হবে!
সরকারী দল কি বিএনপির মত ভুল করতে যাচ্ছে? কে জানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।