আমাদের কথা খুঁজে নিন

   

মিলিটারি জগতে প্রবেশ করছে অ্যাপল

পেন্টাগনে এতোদিন অ্যাপলের কোনো পণ্য তেমন দেখা না গেলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মাধ্যমে অ্যাপলের প্রবেশ ঘটতে যাচ্ছে বিশাল এক মার্কেটে। সূত্র জানিয়েছে, মার্কিন এয়ার ফোর্সের এয়ার মোবিলিটি কমান্ড অনেকগুলো আইপ্যাড ডিভাইস কেনার কথা ভাবছে যার মাধ্যমে মিলিটারি মার্কেটে প্রবেশ ঘটবে অ্যাপলের। খবর ওয়্যার্ড-এর। সূত্র জানিয়েছে, এয়ার মোবিলিটি কমান্ড তাদের এয়ার ফোর্সের কার্গো এবং ট্রান্সপোর্ট বিভাগের জন্য সর্বোচ্চ ১৮ হাজার আইপ্যাড ২ ডিভাইস কেনার কথা ভাবছে যা আকাশে ‘ইলেকট্রনিক ফ্লাই ব্যাগ’ হিসেবে কাজ করবে। এতোগুলো ডিভাইস না কিনে যদি তার অর্ধেকও শেষ পর্যন্ত কেনা হয়, তাহলে তা-ই হবে মিলিটারির এ যাবৎ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক স্মার্টফোন বা ট্যাবলেট ডিভাইস কেনার ঘটনা। উল্লেখ্য, এর আগে এয়ার ফোর্সের স্পেশাল অপারেশনস কমান্ড ২ হাজার আইপ্যাড ২-এর অর্ডার বাতিল করেছে। এর কারণ হিসেবে নিরাপত্তা বিষয়ক কিছু আশঙ্কার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.