আমাদের কথা খুঁজে নিন

   

মিলিটারি জোকস

পৃথিবীর একমাত্র কার্টুনিস্ট, যে কিনা সামহোয়ার ইন ব্লগে ব্লগিং করে...

PG 18 অতএব নিজ দায়িত্বে পড়ার জন্য আদেশ রইলো। . . . . আর্মিতে ক্যামোফ্লেজ ট্রেনিং চলছে। সব নওজোয়ান একত্রে বিভিন্ন সাজে ছদ্মবেশ ধরে যে যার জায়গায় দাড়িয়ে আছে। এমতাবস্থায় এক জেনারেল এলেন সরিজমিনে দেখতে। এসেই তিনি ছদ্মবেশ ধারনে ধৈর্য্য কতটা গুরুত্বপূর্ন- তা নিয়ে আলোচনা করলেন। এরপর তিনি বললেন একজন ভালো ক্যামোফ্লেজারকে অবশ্যই ঘন্টার পর ঘন্টা ছদ্মবেশ নিয়ে দাড়িয়ে থাকতে হতে পারে। ঠিক এসময়ই গাছের ছদ্মবেশ ধারনকারী এক সেনা হাইমাই করে লাফিয়ে উঠলো। জেনারেল তো গেল রেগে, বললেন- এই ছেলে ছদ্মবেশ ধরে এভাবে লাফালে কেন? আমি এতক্ষন ধরে এতো লেকচার দেবার পরও তুমি শুনলে না, বেয়াদবের মত লাফিয়ে উঠলে, তোমাকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাবো, ননসেন্স কোথাকার! সিপাহি বলল- স্যার আগে আমার কথা শুনেন, আমি কি আর শখ করে লাফিয়েছি? আমি গাছ সেজেছি, এক কুকুর কান্ড মনে করে আমার পায়ে হিসু করলো, আমি কিছুই বললাম না, তারপর এক কাক আমার মাথায় হাগু করে দিলো, তাও আমি কিছু বললাম না, একটুও নড়াচড়া করলাম না, কিন্তু যখনই দুইটা কাঠবেড়ালী আমার প্যান্টের পকেটে ঢুকে বলল, একটা বাদাম আজকে খাবো, আরেকটা খাবো কাল, স্যার তখনই আমি আর থাকতে পারলাম না !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.