ব্লগার না পাঠক হওয়ার চেষ্টায় আছি তুই কি জানিস যখন দেখেছি তোর ওই নিষ্পাপ মুখ স্বপ্নে ভেসেছি আমি, চারদিকে শুধই সুখ; তোকে যেদিন দেখেছিলাম ক্লাসে প্রথম অপলক চেয়ে ছিল আমার মত অধম। তুই কি জানিস তুই আমার কত প্রিয়? প্রতিদিন ক্লাসের পিছনের ডেস্কে বসে থাকা কিংবা তোর দিকে অপলক চেয়ে থাকা এর নাম কি ভালবাসা নাকি মায়া? কি আছে তোর যার জন্য আমি তোর জন্য পাগল- না সুন্দর চেহারা না আকর্ষনীয় দেহ তবুও ওই কালো চেহারায় আমি পেয়েছি আমার জীবনের সব আলো। তুই কোনদিনই জানবি না তোর জন্য আমি পাগল; আনি তোকে নিয়ে প্রতিরাতে লেখি ছন্দহীন কবিতা আর প্রতিদিন সকালে উঠে ফেলে দেই সেই সব অর্থহীন পাতা। আমার কি এমন যোগ্যতা আছে তোর সাথে কথা বলার কিন্তু তবুও যে আমি তোর প্রেমে পাগল; না, কোনদিন তোকে বলি নি এ কথা পাছে যদি না বলিস যাব মারা। তোকে নিয়ে স্বপ্নের জাল বুনে যাই; তোর কোলে মাথা রেখে ঘুমাই আর বৃষ্টিতে তোকে নিয়ে ভিজি, কিন্তু সবই যে শুধু কল্পনায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।