হারতে শিখিনি কোনদিন । হারবও না । জুন, ২০৫৩
বিকেল বেলা খবর পেলাম বিজ্ঞানী প্রফেসর সিদ্দিকী রাত্রে আমার সাথে দেখা করতে আসছেন । আমি পদার্থ বিজ্ঞান নিয়ে কাজ করি আর উনি করেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে । আমার সাথে সাক্ষাৎ করে উনার লাভটা কি বুঝতে পারছি না ।
তবে কোন না কোন স্বার্থ উনার আছে তা বুঝতে পারছি । বিজ্ঞানী হলেও লোকটা তেমন একটা সুবিধের না । এর আগে একবার কি যেন ভাইরাস তৈরী করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন । লোকটার মাথায় মনে হয় কুবুদ্ধি ঘুর ঘুর করে । মিডিয়ার বদৌলতে শয়তান বিজ্ঞানী বলে এরই মধ্যে খ্যাতি পেয়ে গেছেন ।
আমি লোকটাকে তেমন রেসপেক্ট করি না । লোকটাকে আমার ভালো লাগে না । তবুও তার প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না । তিনি আমার বাড়ি নিজে এসে সাক্ষাৎ করবেন । সুতরাং উনাকে না বলাটা অভদ্রতা ।
এখন সূর্য টা ডুবি ডুবি করছে । আচ্ছা তিনি এসে আমায় কোন শয়তানি মার্কা বিজ্ঞান প্রজেক্টে সাহায্য করতে বলবেন না তো ? উনি যে প্রকৃতির লোক আশংকা উড়িয়ে দেওয়া যায় না । যাই হোক যদি এমন কোন প্রস্তাব নিয়ে লোকটা আসে তবে আমি সরাসরি না বলে দিবো । এতে অভদ্রতা হলে হোক ।
আমি বিজ্ঞানকে কাজ হিসেবে বেছে নিয়েছি মানুষের উপকারের জন্য- মানব জাতির উপকারের জন্য ।
ক্ষতির জন্য না ।
------------------------ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।